কবিতায় সত্যের জবানীতে ছন্দ বদ্ধ কতক কথা,
আমাদের খুব কাছের গল্প বলে,
বিজিত শুভানিতা কিংবা শুভদের-
তাঁরাদের রাত্রের গল্প হয়ে উঠা কখনো জোনাকিদের ডাক।
জীবনে বহু গল্পের সমাবেশে রঙবেরঙ শব্দ যোগ-
কবিতার মোড়কে বেঁচে থাকে অবাধ্য জীবনের দিনগুজরানো,
তখনি হৃদয়ে আসে নতুন ডাক-
প্রেম-দু'টি হৃদয়ের অবাধ্য বিচরণে।
তেমনি কবিদের পাণ্ডুলিপির পাতা জুড়ে জমে থাকে কতক জীবন-
প্রেমাসক্ত দু'টি প্রাণের অকৃত্রিম সৃজনীতে নতুন ভোরের গল্প-
কবি বয়ানে,
কি লিখব,কাকে নিয়ে শব্দ চয়ন?
কতক শব্দেই কি ফুটে উঠবে?
জীবন তো বহু রূপে সৃজিত,কথা দের অবাধ্য বিপ্লব-
না,অনাবাদী এই তপ্ত নিংড়ানো মনে,
নতুনের চাষাবাদে তুমি সৃজিত না,
কবিতার শব্দে তুমি অদৃশ্য প্রায়,
তুমি,প্রিয় শরতের কাশ ফুল না।
বসন্তের কোকিল ডাকা ভোর না-নতুনা মনোহরা!
চিন্তক হৃদয়ে কল্পনা আশ্রিত কথাযোগে-
খুবই দেখতাম,মাঝে মাঝে কবিতা হতে!
কখনো  খাতার ভ্যাজে হারিয়ে যেতে,
না হয় বুক চাপটে লেগে থাকা সাদা পৃষ্ঠায়।
গান শুনতাম,যখনি তোমার হৃদয়ে সুখে আবেশিত হতো!
খুবই সাদাসিধে গল্পে নায়িকা হওনি!
কবিতা আজ চর্চিত নয়,
পাণ্ডুলিপির অজানা সংখ্যায় হারিয়ে বসেছে কথা যোগ-
তাই,
জীবনের গল্পে চয়িত হয়নি তোমার অনুভূতি গুলো,
কবিদের দোষ নেই কথা দের বিপ্লব-
কবিতার মোড়কে বেঁচে থাকা হয়নি অবাধ্য জীবনের দিনগুজরানো,
জীবন বদলায় কথা জমে-
প্রেমাসক্ত হৃদয়ে বিপ্লব,
নতুন ভোর আসে না,
থেমে যায় জীবন,বড্ড বেরসিক শব্দ যোগ।