নগ্নপদে বিচরণরত দুইজন মানুষ,
ঘাসের বুক মাড়িয়ে হরদম চলছে-নিরুদ্দেশ!
স্থাবর-অস্থাবর সম্পত্তি বিকিয়েছে মিথ্যে ঋণে,
মানুষের সমাজে আর দাম নেই,
নাম মাত্র মূল্যে স্বপ্ন গুলোর বন্ধক দিয়েছে,
সমাজপতির বড্ড নজরদারি,
মানুষ দুইজন চলছে ভীতু-সংশয়চিত্তে,
দূর পাড়ার আত্মীয়ের বাড়ির দিকে গমন,
না জানি কি আছে কপালে!
শুনেছি কদিন ধরে অর্ধাহারে ওরা সবে,
দলাদলির বাজারে কে সাধু কে চোর?
বড্ড গরমিল পণ্যের বাজারে।
মাঠের মানুষের কদর নেই,যত দাম বাবুদের!
সমাজ,পরিবারে বিচিত্র মানুষ,কত রূপ-চাহিদা,
কলমে কালি নেই,কবিদল চিন্তায় মশগুল-
লেখাদের যদি বিদ্রোহ হয়,নগ্নপদী মানুষে-
শান্তির কেতনে সমঝোতা করবো,
দুইজন মানুষের নগ্নপদে বিচরণ,
সমাজ দর্শনে মানবিক রূপ যেন ফিরে আসে,
নিরুপায় মানুষ তবেই মুক্তি পাবে-বেঁচে রবে।