পাহাড়ের বুকে অজস্র ঝর্ণার কলতানে,
বিজন নগরে প্রাণের উৎসব-
সুরূপার জন্য কত আয়োজন,
পাহাড়ে আজ নতুনের জয়ধ্বনি।
সুরূপা,
যদি প্রশ্ন করি তোমায় দিবে কি জবাব?
কথার চলে যদি অজানা জানার অজুহাত করি!
তবে কি কথাদের আসর বসাবে?
নাকি নতুন কোনো অজুহাতে কবিতা শুনাতে হবে?
সুরূপা,
তোমার জন্য শব্দের সমাবেশ রচনা করবো-
তুমি শুধু লক্ষ্মী মেয়েটির মতো-
না,
মন কাননের রাণীর মতোই সুকোমল।
আচ্ছা,দুচারি কথাযোগ সাজাই,
রূপসী বৃষ্টি মেয়েদের নিমন্ত্রণ কদমের গৃহাভিমুখে,
রিমঝিম নূপুরের তালে নাচের ছোট্ট আয়োজন,
পরীদের দেশে নিমন্ত্রণ দিয়েছি-
প্রথম বরষণের সাক্ষী হবে তোমার সাথে-
বর্ষার রূপসজ্জায় রাঙাবে চাতকের বুক,
দূর্বার মাদুরে বসিয়ে আয়োজন করবো কথাদের উৎসব,
আর মুগ্ধতার আবেশে দেখবো এই-
মায়াবতী বর্ষা,তোমার জন্য কতটা উন্মুখ!
রূপসী বর্ষার সমস্ত রূপ তোমার চরণে-
তুমি একটি বার এসো প্রিয়,
এই বর্ষায়,
তোমার জন্য,সুরূপা তোমার জন্য-
বর্ষার প্রথম বরষণ।