স্বভাববিরুদ্ধ কতক কথা সাজিয়েছি আজ,
নিয়তির শিকার কিংবা অপরাধবোধে-
আমি অতিসাধারণ কেউ,
জগতের আয়োজনে আমি কারো না।
শীতের প্রকোপে মৃতপ্রায় আমি,
দুই দিন ধরে জ্বরের সাথে লড়াই চলছে,
অন্ধকার ঘরে আবদ্ধ আমি,বাতি জ্বালানোর শক্তি নেই,
জীবন প্রদীপ কখন নিভে যাবে কে জানে?
এই ক্ষণে তাহারেই মনে পড়ছে,
মনোহর মুখশ্রী-কিভাবে তাহারে ভুলি!
এই জগত সংসারে কত স্বপ্ন বুনে মানুষ,
সুরূপা তেমনি একটা স্বপ্ন,
জীবন্ত স্বপ্ন!
কলমটা হাত থেকে বারবার পড়ে যাচ্ছে,
কথাগুলো খাতাতে আর লেখা হবে না মনে হয়।
বিজন ঘরে জানো সুরূপা,
তোমাকেই মনে পড়ছে,কথা হয় না কতদিন জানো?
শরীরটা চলছে না স্তব্ধ হয়ে যাবো বোধহয়,
সুরূপা,
তোমাকেই মনে পড়ছে-
যদি ক্ষমা করার মতো সময় পাও,
তবে,দূর থেকে ক্ষমা করে দিও।
আজ কবিতা নয়,
জগত জানুক-
তাহারেই আজো মনে পড়ে,
স্তব্ধ হয়ে যাচ্ছে দেহ,
তবু,
সুরূপা তোমারেই মনে পড়ছে।