ভালোবাসলেই পেতে হবে কেন
প্রেমে পড়লেই প্রেম হতে হবে কেন
এই যে তুমি যেতে যেতে ফিরে তাকাও
এই যে তুমি চোখের দিকে তাকাতে লজ্জা পাও
আমার পাগলামি দেখে মুচকি হাসো—
এই যে আমার আশেপাশে থাকাটা উপভোগ কর্;
এটা কী ভালোবাসা নয়, এটা কী প্রেম নয়
নাকি তোমার শহরে শরীরী খেলাকেই প্রেম বলা হয়
প্রেম মানে বুঝ শুধুই উত্তেজনা-ইজাকুলেশন?


ভালোবাসলেই পেতে হবে কেন
প্রেমে পড়লেই প্রেম হতে হবে কেন
হাতে হাত না রেখেও ভালোবাসা যায়
শরীরী আদলে না হারিয়েও অনুভব করা যায়
চুমু না খেয়েও তো মনে হয় চুমু খেয়েছি;
এভাবেও তো ভালোবাসা হয়, প্রেম হয়…


ভালোবাসলেই পেতে হবে কেন
প্রেমে পড়লেই প্রেম হতে হবে কেন;
আমরা বরং এভাবেই ভালোবাসি
বৃহস্পতিবার রাতে দুজন দুজনাতে—
মিশে যাওয়ার পর মনে হবে পেয়েছি
যেমনটা পায় ফজরের মুসল্লী স্বপ্নদোষের পর।