মনে মনে খুব ঝোড় বয়ে গেল
মনে মনে খুব বৃষ্টি ঝরল—
কিছুটা কালবৈশাখীর মতোন
কিছুটা আষাঢ়ের মতোন
আমাদের ডানা তখন ভেজা কাকের;
তোমার শাড়ী লেপ্টে গেছে দেহের সাথে
আমার পাঞ্জাবি দুল খাচ্ছে ছেঁড়া পালের মতোই।


মনে মনে ভাদ্ররোদ্দুর
মনে মনে ঘেমে যাচ্ছি
তালের মতো করে পেকে যাচ্ছে কিষাণীর গুপ্তধন—
যেমনটা পেকে যায় সোনালী ধান;
তোমার কর-দ্বয় আমার কর-দ্বয়ে শ্রান্ত
তুমি যেন মা-পায়রা— ছানাকে দানা গেলাচ্ছ।