অবশেষে জানা গ্যালো
এইসমস্ত কবিতা নিরর্থক;
না তুমি, না আমি—
আমরা কেউ কাউকে বুঝিনি


আরও জানা গ্যালো
আমাদের মুখোশের তীক্ষ্ণতা;
আমাদের হাসিমুখের দুঃখ—
আমাদের প্রেমের থেকে মজবুত


তোমার কাছে যেই সুতো
মমতার, ভালোবাসার;
আমার কাছে সেই সুতো—
হয়ে গ্যালো স্বার্থের, ছলনার


আমার অভিনয় আমাকে নিঃস্ব করে দিলো
তোমার অভিযোগ তোমাকে' কেঁড়ে নিলো।