হাত বাড়ালে চাঁদটা সরে দূরে
গান ধরিলে হচ্ছে তা বে'সুরে
পাতের খাবার যাচ্ছে পড়ে ধূলোয়
জীবন বীণা এর বেশি কী কুলোয়
স্বপ্নগুলি হারিয়ে যাবার খেলায়
হাঁটছি একাই রামধনুকের মেলায়
তোমার নামের ব্যর্থ মিছিলগুলি
হাতুড়ে হয়ে খুলছে মাথার খুলি
ভাবতে পারো বলছি অযথাই-
সুতোকাঁটা ঘুড়ির; হয়েছি নাটাই!