প্রিয় মুনতাহা,
যতবার তোমাকে মনে পড়ে, তার সিকিভাগও আমার মায়ের কথা মনে পড়ে না। অথচ সে  আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে থাকে, কান্না করে।


প্রিয় মুনতাহা,
তোমার থেকে ঢেরবেশি কষ্ট আমি আমার আব্বাকে দিয়েছিলাম, দীর্ঘ দু'বছর তাকে আব্বা বলে ডাকিনি।
অথচ সে আমাকে ক্ষমা করে দিয়েছে, বুকে জড়িয়েছে।


প্রিয় মুনতাহা,
আমার সমস্ত আত্মসম্মান ধূলিসাৎ হয়ে গেছে
তোমার কাছে এসে
আমার সমস্ত ভালোবাসা ভূলুণ্ঠিত হচ্ছে
তোমার পায়ের কাছে; একবার ফিরে তাকাও
প্রমাণ করে দাও ভালোবাসাই সকল শক্তির পরাশক্তি।