এই যে শিশু ছোট্ট শিশু
বড়ো হওয়ার পরে
দেশ জনতার পক্ষ হয়ে
লড়ে একাত্তরে


যার কথাতে মুক্তিকামী
জওয়ান এবং বুড়ো
বদলে ছিলো বাঁচা-মরা
জীবন পথের মোড়ও


যার জবানে উঠত বেজে
অধিকারের কথা
তার গুনগান কণ্ঠে নিতে
এতোই কৃপণতা!


তার করা সেই আহ্বানে
মিললে পরস্পরে
স্বাধীনতা স্বাধীন হবেই
আবার নতুন করে।