মেট্রো রেল গাড়ির মতো আমিও নির্দিষ্ট গন্ডির ভিতর চুপসে আছি
মরুময় কোন সেই উদ্যানে পথ হারিয়ে আমি পথিক খুঁজেছি
কাঙ্গাল যুবক আমি এ যেন মর তুচ্ছ পাওনা
ক্ষণিকের বৃষ্টিপ্রেমী উল্লাসিত হয়ে
মন্ত্রমুগ্ধ মানবীর প্রেমে লুটোপুটি খেলায় জড়িয়ে গেছি
মায়াতরী এ সবই ক্ষণিকের তরে
এক গুচ্ছ সাদা গোলাপ সুভাষিত করে অন্তত কালের মৃত হৃদয়
বারান্ধায় রুদ্রস্নান কবেই বদলে ফেলেছিলে তুমি
হোঁচট খেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কেহ আর তর ঢেকে ফিরবে না এ কেমন নিয়তি
স্রষ্টার কাছে তবুও নেই কোন অভিযোগ
আমায় লিখতে দিও
চোখের স্রুতে না হয় কোন কালের বর্ণনা এখনো চাঁপা আছে
পৃথিবীর কোন প্রান্তে দাঁড়িয়ে একদিন ঠিকই বলবো
আমি কি কখনো মিথ্যে ছিলাম
যেদিন ছিলে তুমি আমার প্রথম সুর
২২.০৭.২০১৬ইং