গরীবের ঘরে পূজারীর জন্ম হয়
চোখে চোখে রাখা সার্বক্ষণিক
না জানি কখন আবার কোন অবহেলা হয়ে যায়
নাম আসে নতুন কবিতার মতই
মিথ্যে দুর্নাম যদি উড়ে সেই ভয়ে ভয়ে থাকে
অন্যদের পূজা দিতে আসাও বারণ
কেননা যাহারাই আসিবে তাহারা দ্বন্যা দিবে
অগোচরে; ঢাক পড়িবে মোড়লের
জন্ম দিতে গেছিলি কোন পাপে
এবার ভাগ দেয় অবাধের


অহে নর'তে নারী সপিয়া দেহি
মনের ঘরে কুঁড়ে খায়
কিঞ্চিত পরিতে দেখিতে পারা সিদ্ধি
লোভে ঠোঁটে জল নামিবে
হস্ত তখনি সুখ খুঁজিতে চাইবে
গরীবের পূজারী কে নিয়ে
এ যেন সব মোড়লের সংসার