একদিন দেখিবে এ রচনা সমাপ্ত
দেখিবে চাঁদ তারা ঠিকই আগের মতই আলো জালছে
শুধুই দেখিবে না -অন্ধ চোখে বিশ্বাস
স্বপ্ন চোরের দল পাড়ি দিয়েছে বহুগামিতার পথ ধরে
স্রষ্টার সৃষ্টি সবই জানিবে
মেঘবলয়ে ছবি কেমন ছিল
নিয়মের খাতা কেহ হারিয়ে গেল কিংবা হারিয়ে দিলে
একগুচ্ছ নিঃশ্বাসে তাড়া করবে না কেহ
স্বার্থপর সব সন্ন্যাসী ছদ্মবেশধারী দল
নিলামে উঠছে কাপুরুষেরা
তুমি চুপসে যাবে
হে সৃষ্টির স্রষ্টা, আমাকে মুক্ত করো
এই বন্ধন, দোয়ার, বিশ্বাসে অবিশ্বাস মিশিয়ে দেওয়া থেকে
আমি ছেড়ে যেতে পারি না যে