যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি সেদিন থেকেই,
ভাগ বসাতে শুরু করেছি পৃথিবীর আলো, বাতাসে
নিঃস্ব অসহায় হয়েও সব অধিকার আদায় করেছি
প্রাপ্য বরাদ্দের সরিষা অংশও স্বেচ্ছায় ছাড় দেয়নি।  


সেদিনও পৃথিবীর কোন শাসন বারন দমাতে পারেনি
বঞ্চিত করতে পারেনি কোন প্রকার ন্যায্য হিস্যা থেকে
সকল দায়ভার নিজের কাঁধে নেওয়ার শক্তি পেয়েছি
হিংস্রতা, নিষ্ঠুরতা, অনিয়ম সব ভঙ্গুর করে দিয়েছি।


কৌশলগত উপায়ে ক্ষুধা নিবারন প্রক্রিয়া রপ্ত করেছি
হামাগুরি দিতে দিতে দারিয়েছি আর হাঁটতে শিখেছি
অসহায়ত্তের ভয়াল থাবা থেকে নিজেকে মুক্ত করেছি
খুব সহজে আদায় করে নিয়েছি স্নেহ,মায়া,ভালোবাসা।


নিরব থেকে ঘৃণার ছিটে ফোঁটাও গায়ে লাগতে দেয়নি
প্রকৃতির কাছ থেকে শুষে নিয়েছি বিশুদ্ধ প্রেম, মমতা
অনুকূলতার আদলে অতিক্রান্ত করে নিয়েছি সময়কে
আজ তো সবল!তবু কেন মেনে নিতে হয় অসীম অভাব?