সিদ্ধান্ত হয় নি, ফুরিয়ে যাবার বেলা পড়েনি
হারিয়ে যাবার নিশি কাল, আজ জেগে থাকা
যেটুকু আলো বিদায় নিয়েছে প্রিয় ভুবন থেকে
সেটুকু আলোই কি পর্যাপ্ত ছিল এই ধরায়?


মনে রাখতে হবে-
আলোহীনতা মানে শুধুই অন্ধকার নিশি নয়
হতে পারে সেটা অন্ধত্তের বিকারগ্রস্থ জীবন
পুষে রাখা অভিশাপ আর পাপ-পুণ্যের মিশ্রন
অথবা নির্মমতাই হেরে যাওয়া যোদ্ধার কাহিনী।


চাইতেই পারো তোমরা-
হঠাৎ ঘূর্ণি থেমে গেলে বীর বেশে ফিরুক যোদ্ধা
লোভ নয়, অন্যায় নয়,কাকতালীয় ইচ্ছার প্রহসন
যোদ্ধা ফেরার পথ বন্ধ,সময় কোন ফ্রেমে বন্দি নয়
হয়ত কালও জেগে থাকবে কিছু অমীমাংসিত স্বপ্ন।