যদি মনে কর একা হয়ে যেতাম,
তবে বোধহয় কষ্ট কিছু কমে যেত
কিন্তু যখনি আমি একা হয়ে যাই,
ঠিক তখনি আসো তুমি স্মৃতিতে
অমলিন, বিকৃত, অসহনীয় স্মৃতি
উদ্বেগ,উৎকণ্ঠা,জরাজীর্ণ ফুসফুসে
অনুপ্রবেশ ঘটে বিষাক্ত কার্বনের
কেনই বা বারংবার ফিরে আসা?
একা থাকার মসৃন সুখটা হরন করতে
প্রকৃতি আমায় যখন নিরাময় করে
তখনি এক ফেরিওয়ালার আগমন,কি?
কি চাও তুমি?বেদনাময় বিষ অতীত!
স্বপ্ন,সম্পদ,ভান্ডার রিক্ত শুন্য আমি
একা শুধু একা নির্জন সমতল ভূমি।