আজ বিষাদে ডুবেছে মন
ভেবে পাচ্ছি না কি করা উচিত?
ভাবছি এক গ্লাস বিষাদ পান করি
কলিজাটাকে তৃপ্ততা দান করি
বিষাদের তো হঠাৎ করেই আসার কথা!
কিন্ত না, সে যেন পেয়ে বসেছে
আচ্ছা বিষাদের কি কোন কাজ নেই?
শুধু অকাজের ধান্দায় সারাবেলা
ব্যর্থ প্রেমিক কেবলি তার শত্রু?
কেনই বা সন্ধি হয় না প্রেমিকের সাথে?
পৃথিবীতে কত মানুষ আছে, কত.....
কত প্রাণী, কত প্রাণ আর নিরঙ্কুশ জীব
শুধু রঙ ঢঙ মেখে আমার দোয়ারে
আচ্ছা বিষাদের কি বন্ধু নেই?
সে কি তাহলে বন্ধুত্ব করতে চায়?
নিশ্চয় তার প্রেম হয়, সংসার হয়
আবার বোধহয় বিচ্ছেদও হয়,
তাই বুঝি নিরস সঙ্গী খোঁজার অপচেষ্টা
বাঁধতে চায় পুষ্পলতার মায়ার বাঁধনে
বিষাদের কি আমার মত বিরহ আসে?
একা একা লাগে, সঙ্গহীনটায় ভোগে?
কেনই বা তার উদ্দেশ্যহীন চলা? বেহুদায়
প্রার্থনা করি বিষাদের নদীতে চর ভাসুক
বসতি হোক, সুখের বসতি, লোকালয়পূর্ণ সুখ।
তবু আমায় ছেড়ে যাক, সঙ্গহীন করুক।