ফিরে আয় নাগিনী ভেঙ্গে সব ভুল, অভিমান
যদি জানতি মোরে, কতখানি ভালোবাসি তোরে
চলে আসতি ফিরে স্বর্গ থেকেও মোর ভাঙ্গা ঘরে
কত যে সুখ সমবেত নীড়, আজ সাজাবে কারে?


যার ধ্বংসন প্রলয়ে বাঁচে না আমার প্রাণ
কে জানে তার লাগি কতখানি কান্দে পরান
দংশনে তবু বাড়ে যে প্রেম, ঘৃণা পরবাস
হাসির ফোয়ারা স্বপ্নে ভাসে তোর সাথে সহবাস।


তবুও নাগিনী কার লাগি রাখি বিষে ভরা যৌবন
বিষের বেদন বুঝবো কেমন আমি যে সাপুড়ে
ফণা নাহি তুলে চলে আয় ফিরে তড়িঘড়ি করে
সাপুড়ের প্রেম করে নে গ্রহণ ললাট ভুবনে।