অভিমান ভীষণ এক অবুঝ অনুভূতির নাম রুপ
সে বুঝে না যার তার সাথে অভিমান করতে নেই
অভিমান তো মূল্যবান মানব অভিব্যাক্তির প্রকাশ
সত্যিই ইহা স্বতঃস্ফূর্ত নমনীয়,শান্ত শীতল আবেগ।


সে তো কোমল ভালোবাসা পাওয়ার তীব্র আকাংক্ষা
অভিমান হচ্ছে এক প্রকার অব্যক্ত নীরব ভাষা সুলভ
সবাই তো সে ভাষার অর্থ বুঝে না, বুঝতে চায়ও না
শুধু খোঁজে সেখানে অর্থহীন অভিযোগের কড়া ভাষা।


অভিমান সস্তা আবেগ আর তুচ্ছ কোন মূল্যবোধ নয়
নয় কোন প্রতিহিংসা বা বর্বোরচিত আচরণের সমষ্টি,
কিংবা পোষণ করে রাখা কোন ক্ষোভের তীব্র প্রতিক্রিয়া
যার রয়েছে অপরাপর স্বনির্ভর মহিমান্বিত গুণাবলী।


আরো আছে প্রাকৃতিকভাবে নিজস্ব কিছু স্নায়ুবিক রহস্য
অভিমান কোন সস্তা অনুভুতির যান্ত্রিক অপপ্রয়াস নয়
বলা যায় কারো মনের ঘরে অনিচ্ছাকৃত অনুপ্রবেশ নয়
থাকুক না আমার কাছে, পরম যত্নে, মমতায়, আদরে।