পশ্চাৎমুখী জীবন আমার
খেয়া, তরী, পাল
পশ্চাৎমুখী ভুবন আমার
বিশদ অন্ধকার
পশ্চাৎমুখী আলো আমায়
জুড়ায় দুই নয়ন
পশ্চাৎমুখী স্বপ্ন আমার
পশ্চাৎমুখী প্রেম
পশ্চাৎমুখী কাব্য আমার
পশ্চাৎমুখী ধ্যান
পশ্চাৎমুখী ভাবনায় কাটে
আমার দিবা রাত্রি
পশ্চাৎমুখী সুখ আমার
বিরহ অনলে পুড়ে
পশ্চাৎমুখী কষ্ট আমায়
বেদনা বাড়িয়ে চলে
পশ্চাৎমুখী আবেগ আমার
ধীরতার সাথে খেলে
পশ্চাৎমুখী অপূর্ণতা আমায়
বিষাদ দিয়ে ভরে
পশ্চাৎমুখী প্রাপ্তি আমায়
তুষ্ট করে চলে।