জেনে রাখো তবে প্রজ্ঞাপন জারি হয়েছে আজ নিশ্চয়
ডাইনোসরের মত বিলুপ্ত হয়ে যাব তুমার জনপদ হতে
বিলুপ্ত হব তোমার মনের কর্দমাক্ত আস্তরন থেকে
কি করব আমি? আমার করার যে নেই কোন কিছুই।


বিষাক্ত অক্সিজেনে পরিপূর্ণ হয়ে গেছে তোমার জনপদ
যার তরে ফুসফুসকে সচল রাখা বড্ড দায় হয়ে পড়েছে
তুমি আবার অনুসন্ধানিৎসু হয়ে খুঁজতে যেয়ো না
তোমার অই হাসিতে অবিশ্বাসের ঘ্রাণ আমি নিতে পারি না।


কতটা রুষ্ট আচরণে পরিপূর্ণ সেই জনপদ তা আমি বুঝি
আমি জানি মমতার হাওয়া কখনই বইবে না,শুধু ক্লান্তিকর ঘৃণা
অবহেলার কোরালে চূর্ণ বিচূর্ণ হবে বিশ্বাস আর আত্নসন্মানবোধ
হৃদপিণ্ডের অহিংস আন্দোলনে ছড়িয়ে যাবে দাবানলের শিখা


প্রমোদ তরী ভাসবে না আর নিরস হবে যুগলবন্দির প্রেম
সিংহল থেকে মরুর বুকে অসহায় আর্তনাদের বিস্তৃতি হবে
অহমিকা পরিপূর্ণ হৃদয় বিষবৃক্ষ ছাড়া আর কি দিতে পারে
প্রজ্ঞাপন জারি হয়েছে আমি বিলুপ্ত হব সেই জনপদ থেকে।