ঝড়
আহমাদ কাউসার


কালবৈশাখী কালবৈশাখী
তোমার সাথে আড়ি
যখন তখন আস তুমি
ভাঙ কতো বাড়ি।


অকারনে গাছের ডাল
দিচ্ছ তুমি হানা
ঘরের চালা উড়িয়ে নিলে
মারলে পাখির ছানা।


নষ্ট করলে গরীব ভায়ের
কষ্টে বুনা ধান
শস্যক্ষেতে ধরল পচন
তোমার বৃষ্টির বান।


রোদ বৃষ্টির লুকোচুরি
বাতাস বেগে বয়
খরের ঘরে থাকি আমি
লাগে ভীষণ ভয়।


কালবৈশাখী কালবৈশাখী
তোমার সাথে আড়ি
যখন তখন আস তুমি
ভাঙ কতো বাড়ি।


চান্দলা,কুমিল্লা।