শিমুলতলীর বদি
আহমাদ কাউসার


শিমুলতলীর গাঁয়েই করে
বদি মিয়া বাস
কোনরকম চলছে জীবন
ক্ষেতে করে চাষ।


স্বামী-স্ত্রী আর ছেলে মিলে
ওরা জনা তিন
সুখে দুঃখে কাটছিলো যে
ভালোই তাদের দিন।


হঠাৎ এক দিন বদির ছেলের
গায়ে আসলো জ্বর
জ্বরের তাপে ছেলেটি তার
পেলো ভীষণ ডর।


তাড়াতাড়ি বদি মিয়া
ডাকলো এক ডাক্তার
ডাক্তার এসে ডাকলো তাকে;
চোখ মেলেনি আর।


কোমল স্বরে ডাক্তার বাবু
বললো,"বদি ভাই,
তোমার ছেলে এখন যে আর
পৃথিবীতে নাই"।