বিজয়ের হাসি ফুটেছিল সেদিন
একাত্তরের এই সোনার বাংলায়
বাংলা মায়ের দামাল ছেলের রক্তে
হাজার মা-বোনের সম্ভ্রমের বিনিময়।
কত অসহ্য যন্ত্রণায় উৎকন্ঠে
সারা দিনরাত হয়েছিল পার,
এই বুঝি এলো তেরে আবার
হিংস্র জন্তু জানোয়ারের ন্যায়।
ওরা ছিল হিংস্র জন্তু জানোয়ার
ছিলনা ওদের কোন জ্ঞান-বোধ,
তাইতো পিশাচের ন্যায়ে -
থাবা মারিত ঘুমন্ত মানুষের উপর!
জেগে উঠেছিল সে-সময়ে
আবাল বৃদ্ধ সাধারণ জনতা
হায়নাদের রুখে দিয়ে সবে
ছিনিয়ে এনেছিল বাংলার স্বাধীনতা।।
ফিরিয়ে এনেছিল সেই হাসি
উঠেছিল সেদিন রক্তে রাঙা সূর্য
মুছে দিয়েছিল নয় মাসের গ্লানি।
ভুলিনি মোরা ভুলবনা কখনো
ইতিহাসের পাতায় রয়ে যাবে তারা
চির অম্লান আমৃত।