নিরিবিলি আজ নিঃসঙ্গতায় ভরা দুপুর
             তুমি কী কেবলি ঝাপসা রোদের মত-
      ভ্যাপসা আলোতে স্পষ্ট প্রতিচ্ছবি?
            নাকি বাশঝাড় ভরা অবাধ্য কঞ্চির মত-
     বেড়ে উঠা চির সবুজের হাতছানি ?


দেখি ভাসানীর অবাঞ্চিত খালে,
           এক জোড়া সাদা হাস পাখা মেলে -
     যেন উড়তে চায়, অশ্বথের মতো
            ভর দুপুরের ঐ টলটলে জলে –
            ছলে-বলে কিংবা কৌশলে ।।


আমি নিস্তব্ধ বিকেলের অতৃপ্ত আত্মার প্রস্বাধন,
      যেন তোমার বাড়িয়ে দেয়া হাতে শিওলী ফুলের
                                                 চাপা গন্ধ মাখা ;
             বিভোর আমি শুধু সেই নিঃসঙ্গতার –কল্পনায়
       তুমি আছ সাত রং মাখা, শুধু নীলের অভাব
             যদি দূরে কোথাও হারিয়ে ফিরে পাওয়ার
                                                  আসে আহ্বান
       তুমি কিংবা আমার মাঝে হাইফেন হয়ে থাকা
              ফেলে যাওয়া স্মৃতিময় সময়-বড় নিষ্ঠুর ;
        তবে বৃথাই বিধাতার সময়ের সৃজন ।


যদি শাহজামান দীঘির পাড়ে ;খোলা বাতাসে
              তোমার অদৃশ্য হাতের চিঠি উড়ে যায়
        মনের কথার এতটুকু হেরফের- আমার
              অগোচরে রবে না, কবেই বা তবে আমায়
                                             ডেকেছিলে সন্ধায়।।


                  আজ এই ভর দুপুরে,
                  স্মৃতির ঝুড়ি উপচে পরে ।