আমার নীল জোছনার আলো হয়ে হয়তবা তুমি,
নয়তবা নিঝুম বিকেলের ঘুমভাঙা চোখে-
আমার এলোমেলো ভাবনা ঘুরেফিরে তোমাকে ঘিরেই
যেন নিড়ে ফেরা একঝাঁক শান্তির পায়রা তুমি; আছো
হয়তবা অজানা কোন নিশ্চিন্ত ভরসায় বসে-
ফেঁসেগেছি আমি, তুমাকে ছাড়া নেই উপায় এখন।।


আমার অর্ধ-চন্দ্র লীলায় আঁধার হয়ে হয়তবা তুমি,
নয়তবা দুপুরের মেঘেঢাকা আকাশের কালোরঙে-
আমার দিনকাটা সময়ের পুনরাবৃত্তি তুমিই
যেন ফিরে আসা, ঘুরে দেখা পুরানো রঙের মেলায়; আছো
হয়তবা নতুন অজানা তুমি, প্রতি দিন প্রতি ক্ষন-
ফেঁসেগেছি আমি, তুমাকে ছাড়া নেই উপায় এখন।।  


আমার হারিয়ে যাওয়ার বেলায় হয়তবা মুহূর্তে  মনেপড়া তুমি,
নয়তবা দিগন্তের কাছাকাছি ছুটে যাওয়া শব্দের অস্পষ্টতায়-
আমার বাঁধভাঙ্গা আনন্দের একান্তে মলিনতা তুমিই  
যেন হটাৎ আলোর পড় তীব্র আঁধারে আরো স্পষ্টতর হয়ে; আছো
হয়তবা অচেনা সুরের চেনা মগ্নতার উপবাসে-
ফেঁসেগেছি আমি, তুমাকে ছাড়া নেই উপায় এখন।।    


যখন তখন তোমার বিচরনে, মনোবনে বঞ্চিত সবই  
ঐ একই কথা যাতে; কিছু একটা কর, ভাল নাইবা হলো তাতে ।।