শ্লেষ...!
কাওসার আহমেদ রাফি।
গণিকালয়ের অতলস্পর্শহীন অন্ধকারে বিকৃত তৃষ্ণার বীভৎস হাতছানিতে;
অস্থির মৃত্যুকামনায় উন্মাদ হয়ে ওঠা নির্জীব মাংসপিণ্ডের মতো নিখুঁত নির্লিপ্ত,
ছন্নছাড়া জীবনের হতাশায় অবরুদ্ধ পথে দাঁড়িয়ে রুদ্ধশ্বাসে আধ মৃতের চিৎকার,
আমায় মুক্তি দাও!এত ক্ষয় এত অবসাদ দুচোখের নিরস্ত আহাজারি আর কত?
পদস্খলনের লেলিহান উচ্ছাস মহোৎসবে মিশে নির্লজ্জ নীলিমায় অবসান,
নিষ্প্রাণ কঙ্কালে আর কতটা প্রাণের খোঁজ?এ কি শ্লেষ নাকি মিথ্যে আশ্বাস?
প্রিয়তমার রক্তাভ ঠোঁটকে হয়তো আজও কোন অচেনা স্পর্শ মলিন করে দেয়,
মাঝেরাতে হয়তো তারও শরীরে আঁকে অন্য কেউ পৃথিবীর স্বপ্নীল আলপনা,
আমার দুঃখ নেই যারা ভালোবাসে তারা কি দুঃখ পায়! দুঃখেরাও আজ উদাসীন,
যেমন নীড় ভাঙ্গা পাখিরা কি বাসা বাঁধতে ভুলে যায় কালবৈশাখী আসন্ন জেনেও?