আমাদের দেশে করি
সব নিয়ে বাড়াবাড়ি।
বক্তৃতা দিতে গেলে
বেশিরভাগ সময় জুড়ে,
অতীত নেতাদের স্মরি।
আর বর্তমান নেতৃত্বের স্তুতিতে
পিচ্ছিল করি পথ তেল তেলে।


ছাত্র রাজনীতি, ক্যাম্পাসে মারামারি
নেতৃত্ব বিকাশে নাকি তা খুব জরুরী।
উন্নত কোন দেশে দেখি না তো এই  রীতি,
তারা কি ভুগছে,
নেতৃত্ব সংকটে।
ছাত্রদের নেতা আমি
হাকাই মার্সিডিস গাড়ী,
বই খাতা ছেড়ে দিয়ে
ব্যস্ত বেশি টেণ্ডার-সিডিউলে।


শিক্ষার বারটা বাজিয়েই চলছি
ভবিষ্যত প্রজন্মকে কোন পথে ঠেলছি?
জেএসসি, পিএসসিতে সৃজনশীল পদ্ধতি
গোল্ডেন জিপিএ-র চারদিকে ছড়াছড়ি।
শিক্ষা পণ্য, কিনে হই ধন্য
বন্ধ হয় না কোচিং বাণিজ্য।
বছর বছর প্রশ্ন ফাঁস
চোখ বুজে দেখি সব,
নেই কোন প্রতিকার
আছি সবে নির্বিকার।


ইঞ্জিনিয়ারিং ডাক্তারী যাই আমি করি পাস
তা দিয়ে হয় না পুরণ মনের অভিলাস।
স্বপ্ন তো একটা
বিসিএস এর আমলা।
বিজ্ঞানের বই ছেড়ে
মনোযোগী তাই কারেন্ট অ্যাফেয়ার্সে।
রাজধানী আর মুদ্রা
মুখস্থ করে তা,
হই সবজান্তা।


বৃটিশ ধাচের আমলাতন্ত্র
দুর্নীতিতে নিমজ্জিত।
ফি বছর চ্যাম্পিয়নে
হই না উদ্বিঘ্ন।
হাজার কোটি টাকা, তেমন কোন ব্যাপার না,
লুটপাট করে খায় রাবিশ-খবিশ-রা।
আর কত দিন মোরা এইভাবে চলব
নিজের ভালটা কবে থেকে বুঝবো।
উন্নত দেশের তীরে
নোঙ্গর কবে ভিড়াবো।