নীল নীল কষ্টের ভেলায়
ভেসে ভেসে চলে যায়
পৃথিবীর মায়া কাটিয়ে
এক অচেনা গন্তব্যে।


নীল সাদা মেঘের বুকে
সাদা সাদা বক উড়ে
সবই তো সমান দেখতে
কেউ কি তারে আলাদা করে চিনে রাখে?


কার কী আসে যায়
অস্থির এই পৃথিবীতে,
কারো কি সময় হয়,
কাউকে মনে রাখার?


কোন এক শীতল শান্ত রাতে
হঠাৎ ভাঙ্গা ঘুমের ফাঁকে
কারও বুকে কি থাকে
গভীর কোন দীর্ঘশ্বাস?