ন্যায় নীতি,ধর্ম প্রীতি
কোথায় গেল সে সব স্মৃতি!
বিবেক আজ কোথায় গেল!
মনুষ্যত্বের করে ক্ষতি ।
হিংসা কেন সিংহের মত
গর্জন দেয় অবিরত,
মহতী কেন মনের দুঃখে
হতাশ প্রেমে জর্জরিত ।
প্রেমীক আজ প্রেমানলে
ধিকি ধিক্ জ্বলে মরে,
একলা ক্ষনে সঙ্গী পেলে
ভোগের আশা কে ছাড়ে ?
ভোগের আশায় মতত্ত থেকে
মাতাল হলো সবাই,
বিশ্বাস আজ কান্না করে
নিশ্বাস করে বড়াই ।
ধনি আজ ধনের দিকে
বড়াই করে চলে,
অনার্ত শিশু পথের দ্বারে
ভাতের খুঁজে ঘুরে ।
ঋষি আজ ঋণ গ্রস্ত
মওলাকে কি দেবে কর্য,
দানবীর আজ দান করে
হিসাবের খাতায় নাই পূণ্য ।
উদার ব্যটা উগ্র হয়ে
মনের মাঝে কুৎর্ষা রটে,
অসহায় আজ অসুস্থ হয়ে
ধূলিস্বাত পিষে মরে ।
ন্যায় আজ অন্যায়ের কাছে
মাথা করে নত,
মিথ্যা আজ সত্য হয়ে
সত্য করল ক্ষত ।
আসলকে নকল করে
নকল করছে শাসন,
ধর্মও আজ নিরুপায়
সইতে হবে শোষণ ।
শাসক আজ শোষণ করে
মজা পায় কত,
মানবতা হার মেনেছে
বাণের জলের মত ।
বিচারক আজ বিচার করে
মুখের দিকে চেয়ে,
ঘুষ ব্যটা সাক্ষি দেয়
স্বার্থের গান  গেয়ে ।
মানি আজ মানের জন্য
বিদ্রোহ করে শত,
মানির মান আল্লায় দেবে
ভুলে অবিরত ।
সভ্যতা আজ বৈরি হয়ে
সর্গ খু্ঁজে মরে,
সকল প্রকার পেরেশান
বাড়ছে ধিরে ধিরে ।
মারামারি,রাহাজানি
কমতি কোথাও নাই,
ঐ পাড়েতে যাওয়ার পথিক
কোথায় গেলে পাই ?
কোথায় পাব পাড়ের মানুষ ?
তরীতে নাই কেউ,
বিশ্ব ঘুরে মানুষ খুঁজে
মানুষ হলো না সেও ।
চোখের আড়ে রেখে মানুষ
বিশ্ব ঘুরেও হলো না হুশ,
মনের মানুষ মনেই থাকে
মনের ভেতর আগে খুঁজ ।


রচনা:১৮/০২/২০১৮ ইং ।