আচ্ছা,কখনো কি পাথরের চেয়েও
শক্ত কিছু দেখেছ?
পাথরের চেয়েও শক্ত কিছু!
এ ও আবার হয় নাকি?
হুম হয়......আমি দেখেছি।
যখন বাবার কাছে কিছু আবদার করতাম
তখন দেখেছি।
বাবারা যেভাবে তাদের অভাবগুলো
মনের ভেতর পোষণ করে,
প্রজ্বলিত হাসি মুখে বলে দেয়
আচ্ছা বাবা দেব।
এ হ্যা বলে দেওয়া বাবার মন
পাথরের চেয়েও বেশি শক্ত।
না পারে অভাবটাকে ভাঙ্গতে
না পারে হাসিটাকে ভাঙ্গতে,
তার মাঝেও মনোবল শক্ত করে
রাজি হয়ে যায় আবদারটা মানতে।
একমাত্র বাবারাই পাথরকে হার মানায়
তারা হাজারটা কষ্ট পেয়েও কষ্টকে গায়ে মাখে না,
কষ্টকে ভেতরে ডুকতে দেয় না,
আর দিলেও হয়তো কেউই টের পায় না।
বাবারা কষ্টিপাথর হয়ে
সাড়া জীবন সন্তানের সাফল্য খুঁজে বেড়ায়,
আর নিজেকে চুরাবালির মাঝে
আস্তে আস্তে করে বিলিয়ে দেয়।
বাবা মানেই মস্ত বড় একটা পাথর
যার পেছনে থাকে আদর,যত্ন,ভালোবাসা,
শত ঝড় ঝাপ্টা সহ্য করে হলেও
হাসি মুখেই টিকিয়ে রাখে এ সব।
বাবা মানেই পাথরের প্রতিরূপ
বাবা মানেই জীবনের স্বরূপ।


রচনাঃ২০/০৬/২০২০ইং।
(সকালবেলা,০৯:১০ টায়)


♥বাবাকে উৎসর্গ♥