অশান্ত মহিমায় র্নিলজ্জ হইয়া
আছি বসিয়া,
আসিবে আসিবে কহিয়া
সে যে আসে না।
ধার খুলা আমার দিবা রাত
কখনো নেই কপাট,
তবু আসছে না কেন
আমার সহপাঠ।
আমি কাঙ্গালিনি এক পলকে দৃষ্টি গোচর করিয়া
আছি বসিয়া অবাগিনি হইয়া,
অন্তরেতে জ্বলছে যেন
উনুন রহিয়া রহিয়া।
তবু,অশান্ত মহিমায় র্নিলজ্জ হইয়া
আছি বসিয়া।
হিজলিয়ার হিজল ফুল
গাথিয়াছি হারাইয়া বুল,
খুঁজিয়াছি কত না কূল
হইয়া ব্যকূল।
পাইনি তোমার চরণো মূল
করিতে মূর্ছনা,
আসিবে আসিবে কহিয়া
সে যে আসে না।

রচনা:১৮_০৪_২০১৩ইং।