লাঞ্চিতো ব্যাথিতো,দুঃখে স্রোতিতো
ওরাও মানুষ রূপে ভবেতে আসিলো
শুধু ওদের এতো কষ্ট কেন?
কেন ওরা উৎফুল্ল হাঁসি থেকে বঞ্চিতো?
ওরাও তো এসেছে মানুষ রূপে
ওদেরো তো আশা হয় জীবন গড়িতে
উৎফুল্ল হৃদয়ে হাঁসিতে
বর্ষণ মুখর কুয়াশার আঁধার হতে দূরে থাকিতে।
একি বিধাতার হাত থেকে এসে
কেনো সমাজে রূপ নিল বেছে?
মোরাও তো এসেছি একি রূপে
একজন না খেয়ে মরিলে কেনো অন্যে হাঁসে?
কেন নব জীবনে উত্তাল তরঙ্গে
ভোগছে ওরা বিষন্নতার তারন্নে,
আমার হৃদয়ে প্রশ্ন জাগে
দেশ দ্রোহিতার স্বরনে।

রচনা:০৪_০৯_২০১৩ইং।