কেও একজন আসুক হয়তো সকাল ৭ টায় রাস্থায় যখন গার্মেন্টস কর্মীরা দলবদ্ধ  হাতে টিফিন বক্স নিয়ে যেতে ব্যাস্ত,  সেই সাদা কালো ব্যস্ত মানুষ গুলোর ভেতরের আড়াল হতে
রঙীন পোষাকে, চুল হাতায়ে, হাতায়ে কেও  একজন সিগারেট হাতে, উলটো পথে এগিয়ে আসুক।  কেও একজন আসুক।


বাস স্টপে যখন বাবার বয়সী লোকেরা বাস' আসার অপেক্ষায় খবরের কাগজ হাতে নিয়ে পুরো দেশ টার আভাস জানতে ব্যস্ত, মা' য়ের বয়সী মহিলারা তাদের সাংসারিক কথাবার্তায় অধিক আগ্রহপ্রবণ,,  কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা যখন তাদের ক্যারিয়ার এর সেই মূল্যবান বইয়ের বোঝা পিঠে বহন করতে করতে  গুজে হয়ে দাঁড়িয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখায় উৎসুক,


সবাই যখন এটা সেটা নিয়ে ব্যস্ত, পুরো শহরটাই যখন তার নিজ খেয়ালে ব্যস্ত  ' তখন কেও একজন আসুক-
যার মাঝে ব্যস্ততা মানে হচ্ছে  ২-৪ বন্ধুদের সাথে দলবেঁধে হেটে চলা, মাথার চুলে মিনিটে ৩-৪  বার হাত দেয়া,  আঙুলের টোকায় ছাই ফেলা, আকাশের বুকে ধোয়া উড়িয়ে,  চোখে মুখে এক বিরক্তির ছাপ নিয়ে বাস এর জন্য অপেক্ষা করুক, কেও একজন আসুক।


শহর- গ্রাম জুড়ে যখন ভালবাসা ভাগাভাগি কিংবা ভালবাসা'র কথা প্রকাশিত করাতে, প্রেমিকার মুখে হাসি ফোটাতে, হয়তো-বা নবপ্রেমের ডায়েরী খুলতে যাওয়ার  জন্য খুব কষ্টে দু-এক্টি বা একগুচ্ছ লাল গোলাপ জোগার করাতে  অজস্র প্রেমিকেরা
রাত জেগে জেগে নিজেকে অধিক থেকে অধিকতর দায়িত্ববান সাজিয়ে তোলার চেষ্টারত,

তখন পকেট হতে সিগারেট বের করে ইউনিভার্সিটির ঐ ভবনের ৩ তলা থেকে সিড়ি বেয়ে কেও একজন দৌড়ে নেমে আসুক '
মেঘে মেঘে ধাক্কা লাগায় যেরুপ বিজলি চমকে যায়, আকাশ ফাটার শব্দ হয়,
সেদিন সিড়ি বেয়ে নামা কালে সেরুপ ধাক্কা লাগুক,  চমকে যাক পুরো ইউনিভার্সিটি, নিস্তব্ধ হয়ে যাক, ডাস্টবিনের বিরক্তকর কাক পাখির ডাক, কলকারখানার মেশিনের শব্দ,
থেমে যাক মহাসড়কের সকল যানবাহন,  
যত দোষ সেদিন যেন চোখ ঢেকে যাওয়া সেই চুলের হোক,
হাত উচিয়ে সে সেদিন সরি বলুক'