জিহ্বা - গলা শুকিয়ে সেই কবে সাহারা'তে পরিণত হয়ে আছে
সে খোজ করার মানুষ  এখনো হয়ে উঠোনি;
ঠোটের সাথে চোখ গুলোও ভিজে কত নৃত্যগীত করেছে, কেপেছে-  একটু উষ্ণ ছোয়া ছোয়ে দেখার স্বাধ জাগেনি।


চুলের ডগায় ফাটল ধরেছে, শুরুতে ভর্তি খুসকো জমা
একলা ঘরে আবেগের সুরে হাত বুলাওনি ;
গাল ফেটে হয়েছে পানামাসিটি 'র ফাটল দেয়াল  প্রিয় গানের লাইন গুনগুনিয়ে সে দেয়ালে তোমার হাতের সুড়সুড়ি-ও পড়েনি।


যদি ফেটে যায় অযাচিত সেই আদুরে গাল-দেয়াল-কপাল,
কি ভাগ্য দেখো  কপাল-ও ফাটেনি;
কুমোরবাড়ির পোড়া কপালে তোমার শিল্পের আল্পনা আকোনি।


আকা হয়নি মনের রাজপথে ২১এ ফেব্রুয়ারি ,  পহেলা ফাল্গুনে কতশত আল্পনা-কল্পনা ;
পথ গুলোতে ঝড়া পাতারা করে সহবাস
হঠাৎ হঠাৎ দুষ্টু ছেলেদের  যেন আনাগোনা।


ফাটা কপালে জ্বরেরা অভিমানে-রাগে ভেঙে ফেলবে থার্মোমিটার,
চাপড়াবে পানামাসিটি'র সেই দেয়াল-গাল;
শকুনের-ও  দুর্ভিক্ষ নেই ওরা নাকি খায়না মানুষের  অতিকান্না ভেজা যে চোখ লাল।।


ওরা নাকি  শপথ  করেছে -
অনেক হয়েছে বাহানা-বায়না,  
নিশানা এবার হায়েনা,
যারা নাকি মানুষরুপে মানুষখেকো প্রিয়দের চোখ শুকনো রাখতে চায় না!


শকুন সেনারা প্রতিজ্ঞাপত্রে করলো নতুন বর্ণনা ;
খুবলে-খাবলে হৃদয় খাবে- করবে ধাওয়া পিছুপিছু  যারা  পাশে থেকেও হৃদয় পচা গন্ধ নাকি পায় না -পায় না।