আনন্দ স্না‌নে -
-------------------------------------


ভ্রুণ থে‌কে আমার ঠিকানা "আনন্দ স্না‌নে ",
তু‌মি আমি থাকব সা‌থে সংসার যাপ‌নে !
‌সু‌খে হোক দু‌:খে হোক কিংবা কোন কার‌ণে
আমায় তু‌মি খু‌জেঁ পা‌বে এই " আনন্দ স্না‌নে " !
বাতা‌শের শ‌ব্দে কিংবা চাঁ‌দের আলো‌তে
‌চেয়ার পে‌তে ব‌সে রব আমার ঘ‌রের উঠো‌নে !
ফু‌লের শোভা আর পা‌খি‌দের গ‌ুজ‌বে
আমায় তু‌মি পা‌বে সেথা আমৃত্যু যাপ‌নে !
কত স্মৃ‌তি বোনা আছে উঠো‌নের মে‌ঝে‌তে
আমায় সে সব তা‌ড়ি‌য়ে বেড়ায় ঘুমহীন স্বপ‌নে !
এত কিছুর প‌রেও ফি‌রে যাই সেখা‌নে
‌যেথায় আমার বে‌ড়ে ওঠা এই আনন্দ স্না‌নে !!


- জা‌হিদ আহ‌মেদ ও তার স্মৃ‌তি প‌রিষদ


(কবি মনের কল্পনা প্রসূত একটি মাথা গোজাবার শেষ আশ্রয়স্থলের ভাবনা চিন্তার বহি:প্রকাশ মাত্র এবং আনন্দ স্না‌ন আমার বাড়ির নাম)