প্রিয়জন নয় প্রয়োজন
-------------------------------

যে তোমার চো‌খের ভাষা বো‌ঝেনা
বো‌ঝেনা তোমার কাদ‌তে না পারার কষ্ট
যে বো‌ঝেনা তোমার সে‌ক্রিফাইজের অর্থ
তার জন্য তু‌মি কখনই হতে পা‌রো‌নি প্রিয়জন
প্রয়োজন ছাড়া তার কা‌ছে আর কিছুই নও ।

যে তোমার কথায় আশ্বস্ত হ‌তে পা‌রেনা
ভরসা রাখ‌তে পা‌রেনা তোমায় চোখ বু‌জে
সে আর যাই হোক ভাল‌বাসে‌নি কখনও
হ‌বেনা প্রিয়জন আর কখনও ।

যে শুধুই নি‌শ্চিত জীব‌নের মো‌হে ব‌্যস্ত
তোমার স্ট্রাগ‌ল তার কা‌ছে
নেহা‌য়েৎ সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়
তা‌কে তোমার সব‌কিছু উজাড় ক‌রে দি‌লেও
সে ভাব‌বে প্রয়োজ‌নের চে‌য়ে দি‌য়ে‌ছো কেবলই অল্প ।

মা‌ঝে মা‌ঝে তোমা‌কে দেখ‌লে আফ‌সোস হয়
অকাত‌রে অবলীলায় বি‌লিয়ে গে‌ছো সব
তবুও পাও‌নি চোখ বু‌জে বু‌কে টে‌নে নেয়া
ভালবাসতে পারা একজন মানুষের স্পর্ষ ।

- জা‌হিদ আহ‌মেদ ও তার স্মৃ‌তি প‌রিষদ।

(ক‌বি মন থে‌কে উপল‌ব্ধি করা কা‌ছের মানুষদের বাস্তব আচরন অব‌লোকন ক‌রে লেখা খেয়া‌লি ম‌নের ব‌হি:প্রকাশ মাত্র)