পুনর্জন্ম -
----------------------------------


হয়‌তো, কোন এক‌দিন খুব ভো‌রে
জানালার কপাট খু‌লে
যে আ‌লো কির‌নের ম‌তো ঘ‌রের মে‌ঝে‌তে লুটি‌য়ে পড়‌বে
আ‌মি তেমনই নিষ্পাপ হ‌তে চাই।


হয়‌তো, আজ যে নিষ্পাপ শিশু‌টি
প্রথম পৃ‌থিবীর আ‌লো দে‌খে‌ছে তার মত হাস‌তে চাই ।


হয়‌তো, কোন পা‌খির ছানা তার মা‌য়ের সা‌থে
আকা‌শে উ‌ড়ে বেড়া‌তে ডানা ঝাপটা‌চ্ছে
আ‌মিও ঠিক তেম‌নি বাধাহীনভা‌বে উড়‌তে চাই নীলাকা‌শে।


হয়‌তো, মা‌ছের মত পা‌নি‌তে ভে‌সে
ডু‌বে ডু‌বে সাতার কে‌টে পা‌ড়ি দে‌বে সমু‌দ্রের খো‌জে
তেম‌নি আমিও জীব‌ণের গন্ত‌ব্যে ছু‌টে যে‌তে চাই মহা‌স্রো‌তে।


হয়‌তো, আবা‌রো মানুষ হ‌য়ে জন্ম নি‌তে চাই পৃ‌থিবী‌তে
পরাজয় গ্লানি দুর্ভাগ্যকে মু‌ছে দি‌য়ে মহামান‌বের স্প‌র্ষে
আ‌রেকবার ‌নি‌জের ভাগ‌্য বদ‌লে নি‌তে।


- জা‌হিদ আহ‌মেদ ও তার স্মৃ‌তি প‌রিষদ।