সাতচল্লিশ এর পরের কথা,
পূর্ব পশ্চিম এক ছিলাম মোরা
পার্থক্য তো বেশি ছিল না,
ভাষাটাই হয়ে দাঁড়ায় বড়ো সমস্যা
উর্দু তাদের কাছে মূল্য,
বাংলা ভাষাকে অসম্মান করলো
মেনে নেওয়া সহজ ছিল না,
প্রতিবাদ আর থামতে দেওয়া হলো না
পদে পদে আন্দোলন, পদে পদে বিদ্রোহ
বায়ান্নতে ভাষার জন্য রক্ত দেয়া হলো
এ জীবন চলে জাগ তবুও মা,বাংলা ভাষা ছাড়বো না
চালিয়ে যাবো প্রতিবাদ সংগ্রাম,
দিতে হবে বাংলা ভাষার দাম
বাংলা মায়ের দামাল ছেলের বুকে অস্ত্র তাক করলো
সালাম,বরকত,রফিক জব্বারের জীবনের বিনিময়ে মাতৃভাষা পাওয়া হলো ।
কত কিছু না করলো,
কিন্তু মাথা নত করাতে না পারলো
তাইতো তারা বাধ্য হয়ে বাংলাকে স্বীকৃতি দিল
বাংলা ভাষা সেই দিন থেকে আজ অবধি চললো
এই ছিল আগের কথা স্বাধীনতার পর কি হলো
বলি আমি বাঙালি ভাই
ইংলিশ ছাড়া পাই না উপায়
কথা কথা ইংলিশ বলি
বাংলা ভাষা আমার ডিকশনারিতে নাই
হিন্দি মুভি দেখতে দেখতে,
হিন্দি ভাষাকে রাখি দ্বিতীয় স্থানে
চারদিকে বলে বেড়াই বাংলাকে কি আর ভাষা বলে
পাশের বাড়ির ভাবী কে,
জানাই আমার ছেলে যে
ইংলিশে ও খুব পটু ,
ইংলিশ ছাড়া কিছু বুঝে না
বাংলায় কথা বলতে বলি,
ওর কাছে তা ভালো লাগে না
হাসতে হাসতে বলি,আমি বুঝে উঠতে পারছি না
আমার দেশের যুবকের স্বপ্ন হবো ওয়েস্টার্ন কান্ট্রি মত
বাঙালির সংস্কৃতি জানেনা ও ঠিকঠাক মত
কি আজব ব্যাপার বলুন
শিক্ষা জাতির মেরুদন্ড
সেখানে চলে বাংলা ইংরেজির পার্থক্য
ছোট থেকে বুঝিয়ে দেওয়া হয়
বাংলার চেয়ে ইংরেজির গুরুত্ব
আমার কথা বলতে লজ্জা করছে
বাংলা ভাষাকে রেখেছি আটকে
একুশে ফেব্রুয়ারি তে মুক্তি দেই
আবার একুশে ফেব্রুয়ারির পর রাখি করে বন্দি
এভাবে চলছে আর হয়তো এভাবেই চলবে
নির্লজ্জ বাঙালি আমি আমার পরিচয় এর মধ্যে