দুদিন পর পর দেখা দেয়,দেশের সার্বিক পরিস্থিতি
কিছু একটার জন্য হচ্ছে অশান্তি
মানুষ আমি ভুলে যাই
হিংস্র জানোয়ার আমায় দেখে ভয় পায়
সকল সমস্যার কারণ খুঁজে দেখি,
আসলেই ধর্ম টা কি?
ধর্মের মাঝে আছে শান্তি,
ধর্ম পালনে হয় খোদার প্রাপ্তি
তবুও আজ ধর্ম কে ধর্ম নয়,
বানিয়ে ফেলেছি রাজনীতি
ধর্মতো কোন রাজনীতির নোংরা খেলা নয়
কেন এ নিয়ে বাড়াবাড়ির কমতি না হয়
বলে থাকি ধর্ম যার যার
তবুও দেখা দেয় দাঙ্গা হাঙ্গামা বারবার
এই শিখিয়েছে ধর্ম আমার
মানুষ বলে দেই পরিচয়
মনুষ্যত্বে হয় ঘাটতি প্রতিনিয়ত
একটু গভীর ভাবে ভাবি
খোদার থেকে এসেছে কি কোন খবরা খবরি
করতে হবে ধর্ম নিয়ে গ্যাঞ্জাম
নিতে হবে রক্ত, দিতে হবে এর দাম
তা নাহলে পাবো না কোন কাজ কাম
না, না, না ভাই
ধর্ম আমায় এটা দেয়নি শিক্ষা
ধর্ম বলে মানো খোদার আদেশ
যা করিতে করিয়াছে নিষেধ
দুনিয়াতে থেকে পাইয়া যাও খোদাকে
জানি শেষ সময় থাকে সে তোমার পাশে
তাই বলি এখনও হাতে সময় আছে
ধর্মের নামে নোংরা রাজনীতি কে বন্ধ করে
জীবন কে নাও সুন্দর করে গড়ে
পাওয়া যাবে শান্তি যা কিনা কিতাবের লেখা আছে
আর নয়,আর নয়
ধর্ম তোমার তুমি হয়ে যাও খোদার
জয় হোক মনুষ্যত্বের এবার