আজ আমি ছন্নছাড়া
এলোমেলো জীবন গুছাতে এসো না


আজ আমি দিশেহারা
পথ হারানো পথিকের মাঝ পথে হাত ধরো না


আজ আমি ধ্রুবতারা
আকাশের পানে তাকিয়ে আমায় খুঁজো না


আজ আমি আবছা ছায়া
নিজেকে জড়িয়ো না অদৃশ্য মায়া


আজ আমি কবিদের পারুল ফুল
আমায় ফুল ভেবে করো না ভুল


আজ আমি নিরব সাগরের আছড়ে পরা ঢেউ
এসো না জানতে সাগরের গভীরতা কেউ


আজ আমি জীবনের দাঁড় প্রান্তে খুব ক্লান্ত
তুমি এই ভেবে হয়ো না বিভ্রান্ত
আমি আজো আছি সেই আগের মতো


শুনেছি, প্রিয়তমা তুমি আছো ভালো
জানতে পেরে আমি খুব আনন্দিত


আজ তুমি আমার কাছে কল্পনা
জানো প্রিয়, প্রিয় মানুষ কখনো অতীত হয় না
প্রাক্তন শব্দ তো ভালোবাসার ক্ষেত্রে মানায় না