আকাশে নেমেছে কালো মেঘের ছায়া
সময় হয়েছে তবুও সূর্যের দেখা মিলছে না
ছিরি ছিরি বাতাস বইছে
খোলা জানালার পাশে আছি দাঁড়িয়ে
বারবার তাকাই আকাশে
আকাশের কালো মেঘ শুধুই কি আকাশে
এ জীবনেও অন্ধকার নেমে এসেছে
নিয়মিত দেখা মুখ গুলো হারিয়ে গেছে
হাসিঠাট্টা,হুল্ল-হুরির দিনগুলোকে করেছি বশ
সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বয়স
ছোট এই কাঁধে দায়িত্ব নিয়ে
হারিয়ে গেলো সুখময় স্মৃতি গুলো যে
যদি পারতাম সেই দিন গুলোতে ফিরে যেতে
হাসিঠাট্টা মজা করে বন্ধুর কাঁধে হাত রেখে
কাঠ দিয়ে ব্যাট বানিয়ে, দুচার টাকা জমিয়ে
বল কিনে খেলার মাঠে, সময় যেত কিভাবে পেরিয়ে
বিকেল হলে সবাই মিলে পুকুর পাড়ে যাই চলে
সাঁতার জানি তবুও বন্ধু আছে পাশে
ভয় ডর কাজ করতো না আমার মাঝে
পাড়ার ছেলেদের সাথে মারামারি ঝগড়া করে
হাত পা মুখে দেখা যেত চিহ্ন আঘাতের
বাড়ি ফিরে মা করত শাসন আমাদের
স্কুল পালিয়ে বন্ধু সাথে সময় কাটাত নদীর ধারে
পর দিন স্কুলে গিয়ে,মনে হতো আসিনি পড়া শিখে
দোয়া করা হোত স্যার যাতে ক্লাসে না আসে
স্যারের পিটুনি খেয়ে, স্যারকে ডাকতাম কত নামে
চুরি করে খাওয়া গাছের ফল
ঈদের আগের রাতে সেই কোলাহল
টিফিনের পাঁচ টাকা দিয়ে কত কিছু যেত কেনা
স্কুল জীবনে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সেই দিন গুলো কিছুতে যাবে না ভোলা
যদি পারতাম ফিরে যেতে,বয়সটাকে রাখতাম আটকে
জানি এটা ভাবা আমার কল্পনা
কি করি বলো ফেরারী মন তো আর মানে না।