শুরু তে জানা ছিল না শেষের গল্পটা
কেনও জানি ভালোবাসা থেকে যায় অপূর্ণতা
আর প্রতিটি ছেলের জীবনেই আসে
একটি মেঘ বালিকা
আমার জীবনেও কখনো এসেছিল
আবার অন্ধকার আঁধারে কোথায় জানি হারিয়ে গেল
তার চলে যাওয়ার কারণটা আমি বলতে পারবো না
আসলে তাকে হারিয়ে ফেলাটাই ছিল আমার ব্যর্থতা
মাঝে মাঝে একা বসে ভাবি
যদি ধরে রাখা হতো হাত দুটি
তাহলে হয়তো আজ বাস্তবতা অন্য কিছু বলতো
কি আর করা যায়, থাক!
তবুও আজ এই মনে দুঃখ নেই
কল্পনাতেও কেউ এসে বলেনা, ভালোবাসি তোমায়
বাস্তবতা বারবার আমায় এটাই বুঝায়
চোখ থেকে আড়াল হলে
মন থেকে আড়াল হয়ে যায়
তবুও ভুলতে পারি না আমি তোমাকে
বারবার অজান্তেই মনে পড়ে যায়
আর তখন নিজেকে প্রশ্ন করে বেড়াই
শেষের গল্পটা, কেন সুখময় হলো না ?
এ জীবনে এখন আর কিছু পাওয়ার আশা করি না
তাই দুহাত তুলে একটি দোয়াই করি
ভুল করে কখনো যেন তোমার সামনে না এসে পড়ি
আটকে রাখতে যদি নিজেকে না পারি,
আবেগের বশে যদি ভুল করে বলে ফেলি
আমি ভালোবাসি, আমি তোমায় এখনো ভালোবাসি
তখন তুমি হয়তো এটাই বলবে
এখন আমি অন্য কারো
এ কথা শুনে আমার মাঝে কাজ করবে
ঝড়, তুফান, সুনামি
তোমার পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট এক মিষ্টি পরী
তখন তোমায় জিজ্ঞেস করবে,আম্মু কে এই আঙ্কেলটি
হয়তো কিছুক্ষণ কথা হবে
কথা শেষে তুমি তোমার পথে চলে যাবে
কিছুটা আড়াল হয়ে ধূলোবালি পড়েছে চোখে
এই মিথ্যে বাহানা দিয়ে
আমি চোখ থেকে ঝড়ে পড়া অশ্রু মুছবো
হাঁসি মুখে বিদায় দিয়ে নিজেকে বলবো তখন
সে আমার নাই বা হোক
তবুও যেখানে থাকুক ভালো থাকুক🥀