দুদিন আগে জানতে পারি
চলে যেতে হবে দুনিয়া ছাড়ি  
মরণব্যাধি রোগ হয়েছে
মরণ আমার দরজায় কড়া নাড়ছে
সময় আমার হবে শেষ
গুনে দেখি রেখে গেলাম কতটুকু ক্যাশ
সারা জীবন টাকার জন্য করলাম কতকিছু
এই টাকা কি এনে দিবে আখিরাতে শান্তি টুকু
ভাবিয়া আমি পাই না দিশা
কাফনের কাপড়ে নেই পকেটের ব্যবস্থা
তাহলে লাভ কি হলো
দুনিয়াতে এতো তোর ঝাঁপ করার পরো
ছুটিতে ছুটিতে টাকার পিছে
টাকা পাইয়াছি দিন শেষে
টাকার আজ নেই তো অভাব
তবুও যায় না বদলানো পুরনো স্বভাব
মৃত্যুর দরজায় দাড়িয়ে,তবুও ভাবছি টাকা নিয়ে
মানুষ বটে আমি ভাই
টাকার পিছে জীবন টাকে করলাম পুরে ছাই....