স্মৃতির দৃশ্যপটে নিঃসঙ্গ একাকী ভর দুপুরের দাঁড় কাক ।
ধূলিময় দুপুর , ক্লান্ত পথিক , তৃষ্ণার্ত মাটি
একাকী কা কা ডেকে যাওয়া রসহীন করুণ কণ্ঠ,
নিঃসঙ্গ ,
নিঃসঙ্গ এই মরু পথের বেদুইন ।
ধরণীর বুকের রক্তিম রক্ত , আকাশের অভিমান
গ্রাম্য বধুর সন্ধ্যা বেলার করুণ আরতি ,
তুমি তুমি বলে যাওয়া সেই বিরহি প্রেমিক,
মর্গের ফ্রিজে এ শুয়ে থাকা একাকী ক্লান্ত লাশ
নিঃসঙ্গ ,
নিঃসঙ্গ এই জম্বীর এই মর্তে ।