হুহু করে আমার খালি
বয়স বেড়েই যায়,
বাধের পরে বাধ দিয়ে যাই
তবু ব্যস্ত কমায়,
বয়স ধরার মেশিন যদি
তৈরি না হয় এবার,
হুটকরেই আসবে খবর
আমার দম যাবার!
ক্রমাগত সাদা হয়ে যায়
চুলের একি হাল,
নিয়ম করে খাচ্ছি এখন
সজনে গাছের ছাল।
বছরগুলো কেমন জানি
ঢেউয়ের মত বয়,
হটাৎ সেদিন ডাক্তার কয়
মেরুদণ্ড ক্ষয়!
একগাদা ঔষধ দিলো
রিপোর্ট দিলো হাতে,
তামাক-টামাক কম খাইয়েন
বাচেন যদি তাতে!
মানুষগুলো কেমন জানি
শুধু টাকা জমায়,
গুগল নেটে আমি খুজি
বয়স কেমনে কমায়?
এমন করে বয়স যদি
বেড়েই যায় রোজ,
আগামীকাল পাইবানা আর
তোমরা আমার খোজ!
এমন করে কোনদিন জানি
একেবারে দম ফুরায়,
আয়হায় আমার খালি
বয়স বেড়েই যায়।।