কেবলই মাত্র সেই একটি ঘর
    যে ঘর আলোহীন দেয়াল ঘেরা,
চারিপাশ যেন মস্ত মাটির তৈরি
  সে ঘর কেবলই থাকবে ছন্নছাড়া..।


কেবলই মাত্র সেই একটি ঘর
   যে ঘরে একমুটো খেতে দেয় না,
শুধু মাত্র একজনই মেহমান,তবু
   অন্ধকার ঘেরা কবর আছে জানা..।


কেবলই মাত্র সেই একটি ঘর
যেথায় নেই টাকা-পয়সার লেনাদেনা,
হাজার কোটি টাকা খুঁজেনা সে ঘর
     শুধু ওজন করিবে আমল খানা..।


কেবলই মাত্র সেই একটি ঘর
    যেথায় আসিবে মুনকিরনাকির,
হিসেব নিবে তখন তাঁরা গুনে-গুণে
     কতটা করেছ স্রষ্টার যিকির..।