শরৎ মাখা গগন পাড়ে
  সাদা মেঘের ছায়া,
বৃষ্টির সুরে মনের টানে
  পেলো তারই মায়া..।


আকাশ কুসুম পাড়ি দিলো
    কালো মেঘের দেশ,
পাখ-পাখালি নাচে সবাই
   দেখতে বড়ই বেশ..।


রাতের মায়ায় আলো ছড়ায়
    নিশির খুজেঁ চাঁদে,
ছোট্র খুখি ঘুমিয়ে আছে
    মা জননীর কাধে..।


নীল আকাশের রঙের মেলায়
     কত দুলছে কাশফুল,
জীবন মানে বড়ই কষ্টের
  যেন সীমান্তহীন ভুল..।