কি যেন আজ সুধালে মোরে
      এই মিশ্রিত বাতায়নে,
উঁড়ে যাওয়া তব সেই চিরকুটে
     ঝরে পড়ে জল দু নয়নে..।


আসিবে বলেছিলে হিয়া আমারে
       শত বর্ষার ঐ বরিষণে,
জাগিছে প্রেম আজ আমারও দ্বারে
     কি যেন ভেবেছি আনমনে..।


শ্রাবণের পরশ মেখেছি আজ এই
     নিলয় মাঝে ভেসেছে মেঘ,
নিঝুম রাত্রিতে জেগেছি আমি তব
  গুনেছি স্মৃতিতে অজস্র আবেগ..।


জলের তরে আজ ভাসিয়েছি কেয়া
    প্রেম মোহনার সেই চেনা পাল,
জনম পুরিয়ে বয়ে যাচ্ছে অচিন হয়ে
    হৃদয় মম তবু ছাড়েনি সে হাল..।


স্বপ্নে তা ছুঁতে চেয়েছি হাজারো ভাষায়
     অদৃশ্যতায় হারিয়েছি বারে বার,
আজ কেনো মন মানছে না রে আমার
     ইঙ্গিতো ইশারায় ছুঁয়েছি আবার..।