ফাল্গুন এসে ছুঁয়ে দিলো
  হৃদয়ের পুষ্প কাননে,
ভোরের পাখি ডাকছে শুধু
   বসন্তের আগমনে..।


পূর্ব আকাশে দেখছি হঠাৎ
    সাদা মেঘের ছাঁয়া,
নদীর ধারে হেঁসে উঠেছে
    হাটু জলে কেয়া..।


রক্তে মাখা শিমুল বনে
    রঙ দেখেছি কত,
ফাগুন বলেই পুষ্প কানন
    দোলছে রঙে যত..।


চোখের পলক দেখেই তবু
   মন ছোঁয়ারই মতো,
ঋতূর দেশে খুঁজে পেলাম
      প্রিয় বসন্ত....।